ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী দুই সপ্তাহের মধ্যে জাতিসংঘ সফরে যাবেন। তিনি নিরাপত্তা পরিষদে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত নতুন মধ্যপ্রাচ্য পরিকল্পনা অগ্রায্য সংক্রান্ত তার বক্তব্য উপস্থাপন করবেন। পরিষদে তার এক প্রতিনিধি বুধবার এ কথা জানান। সফরের সুনির্দিষ্টি তারিখ উল্লেখ না করে রিয়াদ মনসুর সাংবাদিকদের জানান, ওই সময়ে মাহমুদ আব্বাস নিরাপত্তা পরিষদে একটি খসরা প্রস্তাব উপস্থাপন করবেন।
মনসুর জানান, আব্বাস শনিবার আরব লীগের সম্মেলনে এবং ফেব্রুয়ারিতে আফ্রিকান ইউনিয়ন সম্মেলনে যোগদান করবেন। তিনি জানান, প্রেসিডেন্ট জাতিসংঘ সফরের আগে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই কুটনীতিক আশা প্রকাশ করেন যে, এই খসরা প্রস্তাবের ওপর ভিত্তি করে চুক্তিতে উপনীত হওয়া যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম গত মঙ্গলবার ইসরাইল-ফিলিস্তিন শান্তি পরিকল্পনা প্রকাশ করলে ফিলিস্তিন তা নাকোচ করে দেয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান