সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্নে করতে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ফুটপাতের অবৈধ দোকাপাট ভেঙে দিয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় ফুটপাত থেকে অবৈধ ভাবে বসানো এ দোকানপাট উচ্ছেদ করা হয়।
হাটিকুমাংল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুলের মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাটের কারণে এখানে যানবাহন চলাচল নানা সমস্যা হচ্ছিলো। এ কারণে অভিযান চালিয়ে ২০/২০টি দোকান ভেঙে দেয়া হয়েছে।
একই সঙ্গে ওই দোকানীদের বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
আজকের বাজার: সালি / ২৬ জানুয়ারি ২০১৮