ফুটবলার পরিচয়ধারী ৪ নাইজেরিয়ান অনুপ্রবেশকারী আটক

ফুটবলার পরিচয়ধারী চার নাইজেরিয়ান অনুপ্রবেশকারীকে সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে সিলেট-তামাবিল সড়কের আসামপাড়া থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, আশাচি লিনাস এনমনি (৩৭), অভি চিসম এনেস্ট (৩২), ওকাফার ওয়েসি ডেকর (৩২) ও জেম্স ওকেসিহা (৩০)। তাদের মধ্যে শুধু আশাচি লিনাস এনমনির পাসপোর্ট পাওয়া গেলেও তাতে ইমিগ্রেশনের কোনো সিল ছিল না।

জৈন্তাপুর মডেল থানার ওসি খান মো. ময়নুল জাকির জানান, গোপন খবর পেয়ে আসামপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। উপজেলার মিনাটিলা এলাকা দিয়ে ভারত থেকে অনুপ্রবেশ করেন ওই চার নাইজেরিয়ান। ওই চারজন ফুটবলার হিসেবে নিজেদের পরিচয় দেয়। পরে জিজ্ঞাসাবাদে ভারত থেকে চোরাই পথে তাদের অনুপ্রবেশের কথা স্বীকার করেন। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি।

আজকের বাজার/এমএইচ