বিশ্বকাপের পর থেকে বাইশ গজে নামেননি মহেন্দ্র সিং ধোনি৷ কিন্তু দুর্গাপুজোর মাঝে মুম্বইয়ে চ্যারিটি ফুটবল ম্যাচ খেলতে দেখা গেল বিশ্বকাপ জয়ী এই ক্রিকেট তারকাকে৷ টেনিস তারকা লিয়েন্ডার পেজের সঙ্গে ফুটবল খেলেন মাহি৷
২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনির অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছিল৷ শেষ পর্যন্ত অবসরের জল্পনা উড়িয়ে জাতীয় নির্বাচকদের কাছ থেকে দু’মাসের ছুটি নিয়ে দেশরক্ষায় নিজেকে ব্যস্ত রেখেছিলেন মাহি৷ দেশের ৭৩তম স্বাধীনতা দিবসের প্রাককালে উপত্যকায় দেশরক্ষায় নিয়োজিত ছিলেন ভারতীয় টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক কর্নেল৷ ১৫ অগস্টের পরই সেনার পোশাক খুলে নিজের শহর রাঁচিতে ফেরেন ধোনি৷
আজকের বাজার/লুৎফর রহমান