ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১ মাস। এরই মধ্যে চারদিকে শুরু হয়েছে উৎসব আমেজ। সে ধারাবাকিতায় প্রস্তুত হচ্ছিলেন বিশ্বকাপের সৌদি এরাবিয়ান রেফারি ফাহাদ আল মিরদাসিও।
কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করে দিয়েছে সৌদি এরাবিয়ান ফুটবল ফেডারেশন(সাফ)। তার বিরুদ্ধে ম্যাচ পাতানোর প্রস্তাব দেয়ার অভিযোগ এনে দেশের ফুটবলে আজীবন নিষিদ্ধ করে দেশটির ফুটবল ফেডারেশন। এছাড়াও অভিযুক্ত এই রেফারিকে আন্তর্জাতিকভাবেও নিষিদ্ধ করার জন্য ফিফার দপ্তরে সুপারিশ করেছে সাফ।
আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে সাফ জানায়, ‘শনিবার সন্ধ্যায় ফাইনাল ম্যাচে আলি মিরদাসি ফাইনালে অংশ নেয়া একটি ক্লাবের কর্মকর্তাকে মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে ম্যাচ পাতানোর প্রস্তাব দেন। বিপরীতে মোটা অঙ্কের টাকার চাহিদা করেন তিনি। চুক্তিতে রাজি হলে আল মিরদাসি ইচ্ছাকৃত বাজে রেফারিং করে ম্যাচ জিতিয়ে দেয়ার প্রস্তাব দেন সেই কর্মকর্তাকে।’
‘পরে সেই ক্লাব কর্মকর্তা জরুরী ভিত্তিতে সেটি সাফকে জানায়। তার অভিযোগের ভিত্তিতেই আমরা আল মিরদাসিকে জিজ্ঞাসাবাদ করি। আলি মিরদাসি বর্তমানে পুলিশি জিম্মায় আছেন এবং নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। পুলিশ তার ফোন ছিনিয়ে নিয়েছে এবং পরবর্তী কার্যক্রম চালিয়ে নেবে।’
কিংস কাপের ফাইনাল ম্যাচে অংশগ্রহণকারী দুই দল ছিল আল ইত্তিহাদ এবং আল ফয়সালি। আল মিরদাসি কোন দলকে জিতিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছিল সে ব্যাপারে কিছু জানায়নি সাফ। ২০১১ সাল থেকে ফিফার চুক্তিভুক্ত রেফারি হিসেবে কাজ করছেন ৩২ বছর বয়ষ্ক আল মিরদাসি।
গত বছরের কনফেডারেশনস কাপেও বেশ কয়েকটি ম্যাচ পরিচালনার দায়িত্ব ছিলেন তিনি। প্রস্তুত হচ্ছিলেন রাশিয়ায় হতে যাওয়া আসন্ন ফুটবল বিশ্বকাপের দায়িত্ব পালনের জন্য। তবে এর আগেই নিজ কুকর্মে নিজের বিপদ ডেকে আনলেন আল মিরদাসি।
আজকের বাজার/আরআইএস