সপ্তাহের তৃতীয়দিন মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) ব্যাংক খাত ও লিজিং খাতে বড় উল্রম্ফন দেখা দিয়েছে। এদিন ব্যাংক খাতে ৩০টি কোম্পানির মধ্যে ২৯টিরই দর বেড়েছে এবং লিজিং খাতে ২৩টি কোম্পানির মধ্যে ২০টিরই দর বেড়েছে। এছাড়া, লেনদেনেও বড় অগ্রগতি দেখা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, ডিএসইর মোট লেনদেনে ব্যাংক ও লিজিং খাতের অবদান ছিল ৩২ শতাংশের বেশি। দীর্ঘদিন পর ব্যাংক ও লিজিং খাত শেয়ারবাজারে লেনদেনের নেতৃত্বে ফিরে এসেছে। শুধু লেনদেনেই নয়, দর বৃদ্ধির তালিকায়ও ব্যাংক ও লিজিং খাতের কোম্পানিগুলো অন্যান্য খাতের কোম্পানিগুলোকে হটিয়ে জায়গা করে নিয়েছে। ব্যাংক ও লিজিং খাতে লেনদেন ও শেয়ারদর বৃদ্ধির প্রবণতাকে বাজারের স্থিতিশীলতার জন্য ইতিবাচক হিসাবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। এরফলে ব্যাংক ও লিজিং খাতের বিনিয়োগকারীদের আজ বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ব্যাংক খাতের ৩০টি কোম্পানির মধ্যে ২৯টির দর বেড়েছে, মাত্র ১টির দর কমেছে। ব্যাংক খাতে লেনদেন হয়েছে ১১৫ কোটি ২২ লাখ টাকা। গতকালের তুলনায় এখাতে লেনদেন বেড়েছে ৩২ কোটি ৯ লাখ টাকা। গতকাল ব্যাংক খাতে লেনদেন ছিল ৮৩ কোটি ১৩ লাখ টাকা। গতকাল বাজারের মোট লেনদেনে ব্যাংক খাতের অবদান ছিল ১৫ শতাংশের কিছু বেশি। আজ বাজারের মোট লেনদেনে ব্যাংক খাতের অবদান বেড়ে দাঁড়িয়েছে ২৫.৯৬ শতাংশে।
অন্যদিকে, লিজিং খাতের ২৩টি কোম্পানির মধ্যে ২০টির দর বেড়েছে, ২টির দর কমেছে এবং ১টির দর অপরিবর্তিত ছিল। আজ লিজিং খাতে লেনদেন হয়েছে ২৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইর মোট লেনদেনে লিজিং খাতের অবদান ছিল ৬.৫৬ শতাংশ।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছরের শুরুতে ব্যাংক খাত ও লিজিং খাতের উপর ভর করেই শেয়ারবাজারে চাঙ্গাভাব ফিরতে শুরু করে। গত নভেম্বর পর্যন্ত শেয়াবাজারের নেতৃত্বে ছিল ব্যাংক ও লিজিং খাত। কিন্তু নভেম্বরের শেষদিক থেকে ব্যাংক ও লিজিং খাতে লেনদেন কমে যায়। এর ফলে শেয়ারবাজারে লেনদেনও কমে যায় এবং পতনের বৃত্তে পড়ে যায় গোটা শেয়ারবাজার। আজ ব্যাংক ও লিজিং খাতে কোম্পানিগুলোর লেনদেন ও দরে উল্লম্ফনের ফলে শেয়ারবাজার পতনের বৃত্ত থেকে বের হয়ে এসেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তাঁরা মনে করছেন, ব্যাংক ও লিজিং খাতে ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকলে শেয়ারবাজারের লেনদেনে শিগগিরই বড় অগ্রগতি দেখা যাবে।
আজকের বাজার:এলকে/১৩ ডিসেম্বর ২০১৭