বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা। আগামীকাল সোমবার বিকাল ৪টায় জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে।
১৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আগামী ১৬ অক্টোবর (সোমবার) বেলা ৪টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতিগণের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।’
প্রধান বিচারপতি এক মাসের ছুটি নিয়ে অস্ট্রেলিয়া গেছেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন আব্দুল ওয়াহহাব মিঞা। আগামীকালের ফুলকোর্ট সভায় বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
আজকের বাজার:এলকে/এলকে ১৫ অক্টোবর ২০১৭