দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন থেকে নিখোঁজের এক দিন পর ৬ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ জুলাই) সকালে ইউনিয়নের খাজাপুর পশ্চিমপাড়ার একটি ডোবা থেকে তার উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের খাজাপুর পশ্চিমপাড়ার মাহবুবুর রহমান কাজি’র পুত্র মিরাজ কাজি (৬) রবিবার বিকেল থেকে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে মাইকিং করা হয়। রবিবার রাতে বাবা মাহবুব ফুলবাড়ী থানায় সাধারন ডায়েরি করেন।
সোমবার সকালে নিখোঁজ মিরাজের লাশ একই এলাকার মীর উদ্দিনের পুত্র মো. মমতাজ আলীর বাড়ির সামনের ডোবাতে শিশুটি ভাসতে দেখে এলাকার লোকজন বাবা মাহাবুবুর রহমানকে খবর দিলে ডোবা থেকে শিশু পুত্রের লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী এই ঘটনায় মমতাজ আলীকে হত্যার সাথে জড়িত থাকা সন্দেহ করলে থানার ওসি শেখ নাসিম হাবিব তাকে আটক করে থানায় নিয়ে যান। ওসি জানান, মমতাজকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, শিশু মিরাজের লাশের ময়না তদন্ত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।
রিপোর্ট পাওয়ার পর হত্যার কারণ জানা যাবে।
আজকের বাজার/একেএ