ক্যামব্রিজ অ্যানালিটিকা স্ক্যান্ডালের প্রভাব পরেছে ফেইসবুকের সিইও মার্ক জাকারবার্গের মোট সম্পদের ওপর।
গত এক সপ্তাহে জাকারবার্গ হারিয়েছেন ১০ বিলিয়ন ডলার (৮ হাজার দুইশ’ কোটি টাকা)। ফেইসবুক থেকে তিনি নামে মাত্র এক ডলার বেতন নিলেও তার ৪০ কোটি ৩০ লাখ ফেইসবুক শেয়ার আছে। যা ফেইসবুকের মোট শেয়ারের ১৬ শতাংশ। তাই ফেইসবুকের শেয়ার ধস নামলে তার প্রভাব জাকারবার্গের ওপরে এসেও পড়ে।
গত শুক্রবার দিন শেষে ফেইসবুকের শেয়ারের দাম ছিলো ১৫৬ দশমিক ৯ ডলার, দিনের শুরুতে যা ছিলো ১৬৪.৮৯ ডলার। এই এক দিনেই জাকারবার্গ হারান ২ বিলিয়ন ডলার। এর ফলে ফোর্বসের শীর্ষ ধনী ব্যক্তির তালিকায় পঞ্চম স্থান থেকে নেমে সপ্তম স্থানে চলে গেছেন জাকারবার্গ।
শেয়ার ধসের কারণে গত ১৬ মার্চ থেকে এ পর্যন্ত ফেইসবুক হারিয়েছে ৫ হাজার আটশ’ কোটি ডলার। ফেইসবুকের ১৪ বছরের যাত্রায় যা অন্যতম শেয়ার ধসের ঘটনা।
এমআর/