ফেডারেল রিজার্ভের ভাইস চেয়ারম্যান হিসেবে র্যান্ডাল কে. কুয়ারলেসের মনোনয়ন অনুমোদন করেছে মার্কিন সিনেট।
গত ৫ অক্টোবর বৃহস্পতিবার সিনেটে ৬৫-৩২ ভোটে তার মনোনয়ন অনুমোদন করা হয়।
২০১০ সালে গৃহীত ডড-ফ্রাঙ্ক অ্যাক্ট অনুযায়ী মার্কিন ফেডারেল রিজার্ভের আর্থিক তত্ত্বাবধানবিষয়ক ভাইস চেয়ারম্যানের নতুন পদ সৃষ্টি করা হয়।
তবে, এতদিন কাউকে নিয়োগ দেওয়া হয়নি এ পদে। এ পদে র্যান্ডালকেই প্রথম মনোনয়ন দেন ট্রাম্প।
এদিকে, মার্কিন ফেডারেল রিজার্ভের বর্তমান প্রেসিডেন্ট জানেত এল. ইয়েলেনের কার্যমেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হবে।
তখন ইয়েলেনের পুনঃনিয়োগ বা অন্য একজনকে তার স্থলাভিষিক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
সূত্র : সিআরআই
আজকের বাজার : এমএম / ৭ অক্টোবর ২০১৭