ফেনসিডিলসহ আটক অবসরপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর সাতক্ষীরায় পুলিশের অভিযানে ফেনসিডিলসহ অবসরপ্রাপ্ত এক স্যানিটারি ইন্সপেক্টরকে আটক করা হয়েছে। শনিবার রাতে শহরের কাটিয়া আমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় আমদানি নিষিদ্ধ ভারতীয় ৪৪ বোতল ফেনসিডিল ও একটি ১৬০ সিসি অ্যাপাসি মোটরসাইকেল। আটক স্যানিটারি ইন্সপেক্টরের নাম আশরাফুল ইসলাম। তিনি কালীগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের আকবার আলীর ছেলে।
সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, শহরের কাটিয়া আমতলা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী রাতে মাদক বেচাকেনা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় লাভলুর দোকানের সামনে থেকে ৪৪ বোতল ফেনসিডিলসহ স্যানিটারি ইন্সপেক্টর আশরাফুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান