সোনালী ব্যাংক ফেনী অঞ্চলের সামাজিক কর্মসূচির আওতায় করোনাকালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পেশার ৮৮ ব্যক্তিরর প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ১ লাখ ৭৬ হাজার টাকা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিজ দপ্তরে তাদের হাতে চেক তুলে দেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
জেলা প্রশাসক বলেন, করোনাকালে নানাভাবে নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে। বিভিন্ন কর্মসূচিতে কখনও নগদ টাকা কখনও খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন, ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান