ফেনীর সদর উপজেলার পশ্চিম রামপুর এলাকায় ২০ হাজার পিস ইয়াবাসহ এক বাস চালককে আটক করেছে র্যাব।
শনিবার (৭ জুলাই) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম মো. জাহাঙ্গীর আলম (৫০)। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার খিতাব খাঁ গ্রামের বজলুর রহমানের ছেলে।
র্যাব জানিয়েছে, গোপন খবর পেয়ে র্যাব সদস্যরা পশ্চিম রামপুর এলাকায় একটি চেকপোস্ট বসায়। এ সময় সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ চালককে আটক করা হয়।
এছাড়া একটি মোবাইল সেট, দুটি সিম, নগদ নয় হাজার টাকা এবং বাসটি জব্দ করা হয়।
আজকের বাজার/একেএ