এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৩ সালের ফলাফলে ফেনীতে ৬৪ দশমিক ৬৮ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩২৭ জন শিক্ষার্থী।
জেলার ৪২টি কলেজ হতে ১০ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৬ হাজার ৯৪৩ জন। ফেল করেছে ৩ হাজার ৭৯২ জন। রোববার ফলাফল ঘোষণার পর জেলা শিক্ষা অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে আলিম পরীক্ষায় ফেনীতে পাশের হার ৭৫ দশমিক ৩৫ শতাংশ। জেলায় ১ হাজার ৯১১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১ হাজার ৪৪০ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৫জন ।
প্রাপ্ত তথ্য হতে জানা যায়, জেলার সর্বোচ্চ পাশের হার ফেনী সদর উপজেলায়। পাশের হার ৭৪ দশমিক ৯৬ শতাংশ। সদরের ১৯ টি কলেজ হতে ৫ হাজার ৬২২ জন অংশ নিয়ে পাশ করেছে ৪ হাজার ২১৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২৮২ জন।
২য় স্থানে রয়েছে ছাগলনাইয়া উপজেলা৷ পাশের হার ৬৮ দশমিক ৪৩ শতাংশ। এ উপজেলার ৬ টি কলেজ হতে ১ হাজার ১৭২ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৮০২ জন।জিপিএ -৫ পেয়েছে ২৩ জন। ৩য় স্থানে রয়েছে দাগনভুঞা উপজেলা। পাশের হার ৬৩ দশমিক ৫২ শতাংশ। এ উপজেলায় ৫ টি কলেজ হতে ১ হাজার ৩০২ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৮২৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৯ জন।
চতুর্থ স্থানে রয়েছে পরশুরাম উপজেলা।পাশের হার ৪৬ দশমিক ১৯ শতাংশ। উপজেলার ৩টি কলেজ হতে ৫৯১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৯ জন। ৫ম স্থানে রয়েছে ফুলগাজী উপজেলা। পাশের হার ৪৫ দশমিক ২০ শতাংশ। উপজেলার ৫টি কলেজ হতে ৭৮১ জন অংশ নিয়ে পাশ করেছে ৩৫৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন।
জেলায় সর্বশেষ অবস্থানে রয়েছে সোনাগাজী উপজেলা। পাশের হার ৩৭ দশমিক ৪১ শতাংশ। উপজেলার ৪টি কলেজ হতে ১ হাজার ২৬৭ জন অংশ নিয়ে পাশ করেছে ৪৭৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন।
ফলাফল বিবেচনায় জেলায় সর্বোচ্চ ১৭২ জন জিপিএ-৫ পেয়েছে ফেনী সরকারি কলেজ। এ কলেজ হতে ১ হাজার ৪৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন ১ হাজার ৩১৬ জন। পাশের হার শতকরা ৯০ দশমিক ৮ শতাংশ।
জেলায় বরাবরের মতো শতভাগ জিপিএ-৫ পেয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা। এ কলেজ থেকে ৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ জিপিএ-৫ পেয়েছে।
ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ থেকে ৮৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন ৭২৬ জন, জিপিএ-৫ পেয়েছেন ২৯ জন, পাশের হার শতকরা ৮৩ দশমিক ৮৩ ভাগ। মহিপাল সরকারি কলেজ থেকে ৫৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন ৫১৪ জন, জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন, পাশের হার শতকরা ৭৮ দশমিক ১৪ ভাগ। দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজ থেকে ৭৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন ৫৪২ জন, জিপিএ-৫ পেয়েছেন ৫ জন, পাশের হার শতকরা ৬৮ দশমিক ২৬ ভাগ।
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে ২৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ২২১ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন। পাশের হার ৮৪ শতাংশ। অন্যদিকে জেলার ২টি কলেজ শতভাগ পাশ করেছে। (বাসস)