ফেনীতে একদিনে একই পরিবারের ছয়জনসহ আরও সাতজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন ফেনী জেনারেল হাসপাতালের ক্লিনার। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র আরও জানায়, গত ৮ মে ছাগলনাইয়া উপজেলার এক জনপ্রতিনিধিসহ তার পরিবারের ৬ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। বুধবার রাতে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে প্রেরিত প্রতিবেদনে তাদের করোনা পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ ও চারজন নারী।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় মোট ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৯ জন, দাগনভূঞা উপজেলায় পাঁচজন, ফুলগাজী উপজেলায় দুজন, ছাগলনাইয়া উপজেলায় সাতজন এবং সোনাগাজী উপজেলায় তিনজন রয়েছেন। আক্রান্তদের মধ্যে তিনজন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন।
বুধবার ৬৭ জনসহ গত ৪৪ দিনে এ পর্যন্ত ৮৮৯ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এখন পর্যন্ত ৫৭৩ জনের নমুনা প্রতিবেদন পাওয়া গেছে।