ফেনীতে স্বাস্থ্যকর্মী, পুলিশসহ একদিনে আরও ৩১ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৬১ জনে। অন্যদিকে দুই চিকিৎসকসহ সুস্থ হয়েছে আটজন।
শনিবার রাতে ফেনী স্বাস্থ্য বিভাগের করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, আক্রান্তদের মধ্যে ২২ জন পুরুষ ও ৯ জন নারী। এদের মধ্যে ফেনী সদরে ১৪ জন, পরশুরাম, দাগনভূঞা এবং সোনাগাজীতে চারজন করে, ছাগলনাইয়া উপজেলায় তিনজন ও ফুলগাজী উপজেলায় দুজন রয়েছেন।
তিনি আরও জানান, শনিবার রাতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত পরীক্ষার প্রতিবেদনে তাদের করোনা পজেটিভ আসে।
নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল থেকে এখনো প্রতিবেদন আসেনি।
ফেনী স্বাস্থ্য বিভাগ আরও জানায়, জেলায় শুক্রবার পর্যন্ত ৯৪৯জনের নমুনা সংগ্রহ করা হয়।
এরমধ্যে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৬৭৮ জনের ফলাফল আসে।