বছর জুড়ে ১৩৬টি অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী কার্যালয়। অভিযানে বিভিন্ন অপরাধে ২৮৯টি প্রতিষ্ঠানকে ১৭ লাখ ২০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।
এসব তথ্য জানিয়েছেন কার্যালয়ের সহকারি পরিচালক সোহেল চাকমা। তিনি আজ বাসসকে জানান, গতবছরের মার্চ মাস হতে চলতি বছরের মার্চের ১৩ তারিখ পর্যন্ত এ অভিযানগুলো পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, সীমিত লোকবল নিয়ে অভিযানগুলো পরিচালনা করা হয়েছে। এ প্রেক্ষিতে আমরা সফল বলতে পারি। অভিযানে জরিমানার পাশাপাশি প্রত্যেক ব্যবসায়ী এবং প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সচেতন এবং সতর্ক করা হয়েছে। এর ফলে বাজারে মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে।
সোহেল চাকমা জানান, কিছু বেকারী প্রতিষ্ঠানকে বারবার সতর্ক এবং শোধরানোর সুযোগ দেয়া হলেও তারা মানছে না। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আইন না মানলে প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ করে দেয়া হবে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান