জেলার দাগনভূঞায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আজ বাসসকে জানান, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার খবর পেয়ে উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে আবুল কালাম আজাদকে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।