ফেনীর দাগনভূঞায় গণপিটুনিতে সন্দেহভাজন ৩ ডাকাত নিহত হয়েছে। তাদের একজন ঘটনাস্থলে ও অন্য দুজন হাসপাতালে মারা যান। শনিবার ভোরে (১৩ এপ্রিল) উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরে ডাকাতদের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী তাদের পিটুনি দেয়। এ সময় একজন ঘটনাস্থলে মারা যান। পরে হাসপাতালে নেওয়া হলে অন্য দুজন মারা যান।
নিহতদের দুজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ভোলার চর ফ্যাশনের মনোয়োর হোসেনের ছেলে মনির হোসেন (২৮) ও জসীম উদ্দিনের ছেলে সোহাগ (৩০)। অন্যজনের পরিচয় জানা যায়নি।
হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ পাঠান।
এদিকে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবু তাহের। তিনি জানান, মরদেহ তিনটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আজকের বাজার/এমএইচ