জাহাঙ্গীর স্থানীয়ভাবে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর ওয়ার্ডের সদস্য সফিউল্যাহ স্বপন জানান।
দাগনভূইয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনার পর থেকে মো. জাহাঙ্গীর আলম (৩৫) নামের ওই ব্যক্তি পলাতক রয়েছেন। তিনি ওই এলাকার আবদুল মজিদের ছেলে।
ওসি আবুল কালাম বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে শারমিনের লাশ উদ্ধার করেন। হত্যাকাণ্ডের কারণ পুলিশ তদন্ত করছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজর/একেএ