ফেনীতে চিকিৎসকসহ আরও ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
রবিবার রাতে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্তদের মধ্যে একজন স্বাস্থ্য কর্মকর্তা, একজন মেডিকেল অফিসার, স্বাস্থ্য বিভাগের ৫ জন কর্মকর্তা-কর্মচারী এবং বাকি একজন দাগনভূঞার বাসিন্দা।
তিনি আরও জানান, রবিবার রাতে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। জেলায় এ পর্যন্ত ৬৬৬ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
ফেনীতে চিকিৎসকসহ এখন পর্যন্ত ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭ জন স্বাস্থ্য বিভাগের কর্মী। অন্যদের মধ্যে ছাগলনাইয়ায় ২ জন, দাগভূঞায় ৪ জন, সোনাগাজীতে একজন ও ফুলগাজীতে একজনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এদের মধ্যে ৩ জন সুস্থ হয়েছেন।
আক্রান্তদের ফেনী ট্রমা সেন্টারে নাকি বাসায় চিকিৎসা দেয়া হবে সে বিষয়ে পরে বিস্তারিত জানাবে স্থানীয় প্রশাসন।