ফেনীতে ট্রাক চাপায় সাইফুল ইসলাম (৩৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুরা এলাকায় বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম ফেনী শহরের হাজারি সড়ক এলাকার কামাল মিয়ার ছেলে।
হাইওয়ে মহিপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, ‘সাইফুল বেপরোয়া গতিতে বাইক চালিয়ে লিংক রোড থেকে মহাসড়কে ওঠে এবং চট্টগ্রাম থেকে ঢাকামুখী দ্রুতগতির একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।’
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।