ফেনী সদর উপজেলার কাজিরবাগ থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ মে) ভোর ৪টার দিকে কাজিরবাগ ইউনিয়নের রুহিতিয়া ব্রিকফিল্ড এলাকায় নিজেদের মধ্যে ডাকাতি মালামালের ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে ‘বন্দুকযুদ্ধে’ তার মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশের।
নিহতের নাম কবির হোসেন (৫০)। নিহত কবির পরশুরাম উপজেলার ধনিকুন্ডা গ্রমের আবুল খালেক বেতুর ছেলে। নিহতের বিরুদ্ধে ডাকাতি, মাদকসহ ১০টি মামলা রয়েছে।
ফেনী মডেল থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী বলেন, ভোর ৪টার দিকে সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রুহিতিয়া ব্রিকফিল্ড এলাকায় গোলগুলির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।
তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার পরিচয় মেলে। নাম কবির হোসেন ওরফে কবির ডাকাত।
দুই দল ডাকাতের মধ্যে ডাকাতি মালামালের ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে গোলাগুলিতে কবির নিহত হয়েছেন বলে দাবি ওসির। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে।
আজকের বাজার/একেএ