ফেনীতে আজ মঙ্গলবার হতে দ্বিতীয় ডোজ গণটিকা পাচ্ছে ৩১ হাজার মানুষ। জেলা জুড়ে ৬৭টি কেন্দ্রের ১৫৭ বুথ হতে এ টিকা প্রদান করা হচ্ছে। এসব তথ্য জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বিভাগ।
জেলা সিভিল সার্জন ডা. রফিকুস সালেহীন জানান, যারা গণটিকা কার্যক্রমে প্রথম ডোজ নিয়েছিলেন, তাঁরা প্রথম দ্বিতীয় ডোজ পাবেন এবং একই কেন্দ্র হতে তা গ্রহণ করবেন। উল্লেখ্য গত ৭ আগস্ট গণটিকা কার্যক্রমে সমপরিমাণ ব্যক্তিকে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছিল। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান