ফেনীতে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) যাকাত ফান্ড থেকে ২ লাখ ৪০ হাজার ৪৮৫ টাকা সহায়তা পাচ্ছেন মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমে কর্মরত শিক্ষকগণ।
আজ দুপুরে ফেনী সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদরের ১৩ জন শিক্ষককে আর্থিক সহায়তা তুলে দেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান। একই আয়োজনে ১৭৪ জন ইমাম ও শিক্ষককে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, ইফা ফেনীর উপ-পরিচালক মো. মনজুরুল আলম মজুমদার, সহকারী পরিচালক নুরুল আফসার এবং প্রকল্পে কর্মরত ইমামগণ
জেলা প্রশাসক বলেন, দেশের কোন স্তরের মানুষের জন্য কষ্ট না থাকেন সেজন্য প্রধানমন্ত্রী বিভিন্নভাবে মানুষকে সহায়তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। তারই অংশ হিসেবে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রম নিযুক্ত শিক্ষকদের যাকাত ফান্ডের আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
ইফা ফেনীর সহকারী পরিচালক নুরুল আফসার জানান, প্রকল্পে কর্মরত নির্বাচিত শিক্ষকদের জন্য সদর উপজেলায় ৬৫ হাজার ১০০ টাকা, ফুলগাজীতে ৩৭ হাজার ৫৫৫ টাকা, ছাগলনাইয়ায় ৩৮ হাজার ৩৫০ টাকা, দাগনভূঞায় ২৯ হাজার ৫০৫ টাকা, সোনাগাজীতে ৭০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আর্থিক বিবেচনায় নির্বাচিত ১৩জন শিক্ষককে ৫ হাজার টাকা করে দেয়া হয়েছে।
প্রকল্পের মেয়াদ শেষ হওয়াতে গত কয়েক মাস বেতন বন্ধ ছিল। ফলে শিক্ষকরা আর্থিক সংকটে পড়ে যান। গতকাল প্রকল্পটি পুনরায় চালুর নির্দেশ হওয়ায় সংকট কেটে যাবে।
তিনি জানান, বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশের খাদ্য সহায়তা হতে ১৭৪ জনকে উপহার দেয়া হয়েছে।