জেলার লেমুয়া এলাকায় কক্সবাজারগামী একটি পিকনিকের বাস দুর্ঘটনায় পড়ে ৬ জন নিহত এবং অন্তত ১৮জন আহত হয়েছেন।
মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান খান জানান, বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জেলা পুলিশ সুপার নূরনবী জানান, প্রাইম পরিবহনের ওই বাসটি পিকনিকে যাওয়া যাত্রীদের ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পথে ফেনীর লেমুয়ায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার কথা জানালেও তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।