ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৪ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের স্বল্প মান্দারী এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই কিশোরী সোনাগাজী উপজেলার চরদরবেশ উইনিয়নের স্বল্পমান্দারী এলাকার দুলাল মিয়ার মেয়ে এবং স্থানীয় মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় পাশের বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে যায় ওই কিশোরী। অনেক্ষণ অতিবাহিত হওয়ার পরও ঘরে না ফেরায় স্বজনরা খোঁজ করতে থাকে।
একপর্যায়ে বাড়ির পাশের একটি বাগানে তার পায়ের জুতা পাওয়া যায়। কিছু দূরে পাওয়া যায় তার গায়ের ওড়না। একপর্যায়ে পাশের পুকুরে তার ভাসমান মরদেহ পাওয়া যায়।
এলাকাবাসীর ধারণা, মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) সুজন হালদার জানান, কে বা কারা কেন মেয়েটিকে হত্যা করেছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।
আজকের বাজার/একেএ