জেলায় বন্যার্তদের চিকিৎসায় এবং বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ১৪টি ডেডিকেটেড হাসপাতালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এগুলো হলো- জেলা শহরে সেনাবাহিনীর স্বাস্থ্য ক্যাম্প স্থাপনসহ ছয় উপজেলায় ছয়টি স্বাস্থ্য ক্যাম্প এবং বেসরকারি সাতটি হাসপাতালকে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার তথ্যটি জানিয়েছেন।
সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন জানান, জেলা শহরে বেসরকারি হাসপাতালগুলো হলো- কনসেপ্ট হাসপাতাল, মেডিল্যাব, মেডিনোভা, জেডইউ মডেল, আল আকসা, ফেনী ডায়াবেটিস এবং মিশন হাসপাতাল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালগুলোতে বিন্যমূল্যে বন্যার্তদের চিকিৎসা নিশ্চিত করা হবে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, প্রতিটি হাসপাতালে মেডিসিন, শিশু ও চর্ম, গাইনি, সার্জারি এবং এনস্থেশিয়া বিভাগে সরকারি চিকিৎসকদের দায়িত্ববন্টন করে দেওয়া হয়েছে। সব চিকিৎসা বিনামূল্যে নিশ্চিত করা হবে।
জেলা প্রশাসক জানান, ফেনী ডায়াবেটিস হাসপাতালে ডাক্তারসহ পর্যাপ্ত জনবল থাকায় তারা নিজেরা সমন্বয় করে নেবে। উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে ডেডিকেটেড স্বাস্থ্য ক্যাম্প করা হচ্ছে। পৌর এলাকায় পরিবার পরিকল্পনা দপ্তরের নবনির্মিত ভবনে সেনাবাহিনীর স্বাস্থ্য ক্যাম্প গড়ে তোলা হচ্ছে। সেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল দল ফেনী আসছে। ইতোমধ্যে ৩০ জন ডাক্তারের একটি বিশেষ দল ফেনী এসেছে। এই মেডিকেল ক্যাম্পের আওতায় আরও চিকিৎসক বন্যার্তের সেবায় ফেনী আসবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।
উল্লেখ্য, গত এক সাপ্তাহের বন্যায় ফেনী জেলার সমগ্র অঞ্চল বন্যা কবলিত হয়ে পড়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের নিচতলা এখনো জলমগ্ন রয়েছে। (বাসস)