ফেনীর সোনাগাজী উপজেলায় এক যুবলীগকর্মীর হাত-পা কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনা ঘটেছে। ওই যুবলীগকর্মীর নাম নুর উদ্দিন।
বুধবার (২০ জুন) দিবাগত রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা এলাকায় এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ।
সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আহত নুর হোসেনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তার একটি হাত ও পা আলাদা করে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
রাসেল/