ফেনীতে শুরু হয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩। আজ রোববার সকালে ফেনী শহীদ সালাম স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে গেমসের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) প্রতিনিধি নজরুল ইসলাম লেদু। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠনে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারী, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া এবং ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন।
ফেনীতে অনুষ্ঠিত ফুটবল, হ্যান্ডবল, অ্যাথলেটিক্স, দাবা ও ব্যাডমিন্টন ইভেন্ট আগামী ১০ জানুয়ারি পর্যন্ত চলবে এই গেমস। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান