ফেনীতে ১ম বিভাগ ক্রিকেট লীগের ফাইনালে ফ্রেন্ডশীপ

ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মার্কেন্টাইল ব্যাংক প্রথম বিভাগ ক্রিকেট লীগের ফাইনালে উঠেছে ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাব। স্থানীয় ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত লীগের ১ম সেমিফাইনালে ফেনী ক্রিকেট ইনস্টিটিউটকে (এফসিআই) ১০ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে টুর্নামেন্টের হট ফেভারিট ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাব।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ফ্রেন্ডশীপের বোলারদের দাপটে দাঁড়াতে পারেনি এফসিআই। দুই বোলার ওসামা ও পারভেজের দুর্দান্ড বোলিংয়ের মুখে ২৭.১ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ১০৪ রানে গুটিয়ে যায় এফসিআই। দলের পক্ষে রাকিব ২২ বলে সর্বোচ্চ ৩৪ রান করে। ফ্রেন্ডশীপের বোলার ওসামা ৬ ওভার বল করে ২৭ রানে ৪ টি ও পারভেজ ৬ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।

জবাবে জয়ের জন্য ১০৫ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে তেমন বেগ পেতে হয়নি ফ্রেন্ডশীপের ব্যাটসম্যানদের। দলের ওপেনিং ব্যাটসম্যান সাইফের ঝড়ো ব্যাটিংয়ে ৯.৪ ওভারে কোন উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ফ্রেন্ডশীপ। ৩৫ বলে অপরাজিত ৭১ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন সাইফ। অপর ওপেনার সাব্বির অপরাজিত থাকেন ২৯ রানে।
এর আগে গ্রুপ পর্যায়ের ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাব।

আজকের বাজার/লুৎফর রহমান