ফেনীর চেয়ারম্যান একরাম হত্যা মামলায় ৩৯ জনের মৃত্যুদণ্ড

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলায় ৩৯ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। প্রধান আসামি মিনারসহ ১৬ জন খালাস পেয়েছেন।

মঙ্গলাবর দুপুরে ফেনী জজ কোর্টে এই রায় দেয়া হয়।

২০১৪ সালের ২০ মে ফেনী শহরে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয় ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে।

এ ঘটনায় একরামের ভাই বাদি হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনারের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে মামলা করেন। সাড়ে তিন বছর মামলার সাক্ষ্যগ্রহণ ও যুক্তি-তর্ক উপস্থাপন চলে।

এ মামলায় চার্জশিটভুক্ত ৫৬ আসামির মধ্যে ১৯ জন পলাতক। কারাগারে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আদেল, কাউন্সিলর আবদুল্লা হিল শিবলুসহ ৩৬ জন। একজন র‍্যাবের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত।

আরএম/