পবিত্র রমজান উপলক্ষে ফেনী ও ঝিনাইদহে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে চাল ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাসস ফেনী সংবাদদাতা জানান, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে আজ থেকে শুরু হওয়া পবিত্র রমজান মাস উপলক্ষে ফেনী সদরের ১২টি ইউনিয়ন ও পৌর এলাকার ১৮টি ওয়ার্ডের সব মসজিদের প্রায় ৩ হাজার ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ইফতার সামগ্রী পাঠিয়েছেন। এ ব্যাপারে নিজাম উদ্দিন হাজারী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমে একজন জনপ্রতিনিধি হিসেবে গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চেষ্টা করছি। তিনি বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা রয়েছে। তারা সর্বোচ্চ সম্মানের অধিকারী। তাদের আয় রোজগার অত্যন্ত সীমিত। করোনা ভাইরাস সৃষ্ট দুর্যোগে তারা যেন পরিবার পরিজন নিয়ে কষ্ট না করেন, সেজন্য তাদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সেই কর্তব্যবোধ থেকে আমার ব্যক্তিগত পক্ষ হতে আমি চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে। এর আগে জেলার ৪ ধাপে জেলাব্যাপী ১ লাখ ৭০ হাজার মানুষকে খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। তাছাড়া শহরে প্রতিদিন ২ হাজার ভাসমান মানুষের খাবার ব্যবস্থা করেছেন নিজাম উদ্দিন হাজারী। তিনি বলেন, করোনা সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি আমরা সাধ্যমত চেষ্টা করব অসহায় মানুষের সহযোগিতা করে যেতে। অপরদিকে চলমান সাধারণ ছুটিতে নিম্নআয়ের মানুষের জন্য সরকারি-বেসরকারিভাবে জেলায় খাদ্য সহায়তা অব্যহত আছে। জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান জানান, এ পর্যন্ত ১ হাজার ২৪৮ টন চাল ও ৪২ লাখ টাকা সরকারি সহায়তা এসেছে।
জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্র জানায়, প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পৌঁছে দিতে জেলায় ৯৫ হাজার নিম্নআয়ের পরিবারের তালিকা করা হয়েছে। জেলা প্রশাসক জানান, প্রত্যেক উপজেলায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে ত্রাণ বিতরণ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী করোনাভাইরাস মোকাবেলা ও ত্রাণ কার্যক্রম সমন্বয়ের জন্য ফেনী জেলার দায়িত্বে আছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। সম্প্রতি তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক সভা করেছেন। সেখানে তিনি জেলা প্রশাসনের কার্যক্রমের খোঁজখবর নেন। তিনি বলেন, ফেনীতে সংক্রমণ যদিও মাত্র দুটি জায়গায় চিহ্নিত হয়েছে, আমরা টেস্টিং এর উপর জোর দিয়েছি। ফেনীসহ আশেপাশে জেলাগুলোতে টেস্টিং সেন্টার নেই। কোভিড টেস্ট সহজলভ্য করতে টেস্টিং সেন্টার করবার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব। ফেনী অথবা ফেনীর কাছাকাছি কোথাও সেন্টার যেন করা যায় সে বিষয়ে লক্ষ্য রাখবো। বাসস ঝিনাইদহ সংবাদদাতা জানান, জেলার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে চাল ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২ শতাধিক ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ। সামাজিক দুরত্ব বজায় রেখে আগতদের হাতে চাল, ডাল, আলু, তেল, ছোলা, মুড়ি, সেমাই, খেজুর, গুড়সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান