ফেনী পৌর নির্বাচনে ভোট গ্রহণ চলছে

ফেনী পৌর নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ শনিবার সকাল আটটা হতে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোটের শুরুতে শহরের আলীয়া মাদ্রাসায় তিনটি কেন্দ্রে নয় নম্বর ওয়ার্ডেও ভোটাররা ভোট দিতে জড়ো হতে থাকে। একটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সুব্রত কুমার হাজারী জানান, এ ওয়ার্ডে ৫ হাজার ৬১১ ভোট রয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারী জানান, ১৮টি সাধারণ কাউন্সিলর পদের মধ্যে ৮টি এবং সংরক্ষিত ছয়টি মহিলা কাউন্সিলর পদের মধ্যে ১টিতে ভোট হচ্ছে। ১০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত পাঁচটি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে একক প্রার্থী থাকায় মোট ১৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা। তিনি জানান, মোট ভোটার সংখ্যা ৯১ হাজার ৬৬২ জন। এদের মধ্যে ৪৭ হাজার ৩০৭ জন পুরুষ এবং ৪৪ হাজার ৩৫৫ জন নারী।

তিনি আরও জানান, কেন্দ্রগুলোতে চার স্তরের নিরাপত্তা রয়েছে ভোট। নিরাপত্তায় রয়েছে তিন প্লাটুন বিজিবি, র‌্যাবের ৪ টি টহল দল, প্রতি কেন্দ্র ৯ জন করে মোট ৪০৫ জন আনসার সদস্য ও প্রত্যেক কেন্দ্রে একটি করে পুলিশের মোবাইল টিমসহ পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে। প্রতি ওয়ার্ডে একজন করে ১৮ টি ওয়ার্ডে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। এছাড়াও একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান