ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা আজ দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বি.কম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্রের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আকরামুজ্জামান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী পৌর আওয়ামী লীগ সভাপতি আইনুল কবির শামীম, ছাগলনাইয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল মজুমদার, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন ও সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান