ফেনী ১ম বিভাগ ক্রিকেট লীগে অপরাজিত চ্যাম্পিয়ন ফ্রেন্ডশীপ ক্লাব

ফেনী জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মার্কেন্টাইল ব্যাংক ১ম বিভাগ ক্রিকেট লীগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টুর্নামেন্টের হট ফেভারিট ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাব।

স্থানীয় ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে স্কয়ার স্পোটির্ং ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে ২০১৯-২০মৌসুমের শিরোপা ঘরে তোলে ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাব।

টসে জিতে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে স্কয়ার ব্যাটসম্যানরা। ইনিংসের শুরুতেই প্রতিপক্ষের দুই বোলার পেসার সাইফ ও পারভেজের বোলিং তান্ডবে লন্ডভন্ড হয়ে যায় স্কয়ারের ব্যাটিং লাইন আপ। প্রথম ৫ ওভরে ২ উইকেট হারিয়ে মাত্র ১০ রান তুলতে সক্ষম হয় স্কয়ার। এক পর্যায়ে ১৭ ওভার শেষে ৪০ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট। শেষ পর্যন্ত ২৫.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে স্কয়ার। দলের পক্ষে রাজু ৪৩ বলে সর্বোচ্চ ২৮ রান সংগ্রহ করেন। চার ব্যাটস্যমানই শুন্য রানে আউট হন।

সাইফ ৬.৩ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট ও পারভেজ ৭ ওভার বল করে ১২ রানে ৩ উইকেট লাভ করেন।
জয়ের জন্য ৮৪ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে তেমন বেগ পেতে হয়নি ফ্রেন্ডশীপদের ব্যাটসম্যানদের। অনেকটা হেসে খেলে ১৬.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। সাইফ ২০ বলে দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন। এ ছাড়া সাজ্জাদ ২৪ রানে অপারিজত থাকেন।

ফ্রেন্ডশীপের সাইফ ম্যাচ সেরা নির্বাচিত হন।
লীগে গ্রুপ পর্যায়ের ৪ ম্যাচে ৩টিতে জয় পায় ফ্রেন্ডশীপ। অপর খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে ফ্রেন্ডশীপ ও ব্রাদার্স ১ পয়েন্ট করে ভাগাভাগি করে নেয়। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনাল ওঠে ক্লাবটি। সেমিফাইনালে ফেনী ক্রিকেট ইনস্টিটিউটকে হারিয়ে ফাইনালে ওঠে তারা।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেজা গ্রুপের চেয়ারম্যান একেএম শাহিদ রেজা শিমুল । সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোছাঃ সুমনী আক্তার। এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর শুরু হওয়া এ টুর্নামেন্টে ফেনীর ১০টি ক্রিকেট ক্লাব অংশ গ্রহণ করে।

আজকের বাজার/লুৎফর রহমান