ফেনী ১ম বিভাগ ক্রিকেট লীগে রৌশনাবাদের জয়

ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় প্রথম বিভাগ ক্রিকেট লীগে গ্রুপ পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচে ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাবের কাছে বিধ্বস্ত হলেও ঘুরে দাঁড়িয়েছে রৌশনাবাদ ক্রিকেট ক্লাব। স্থানীয় ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মোহামেডান স্পোটিং ক্লাবকে ৫ ইউকেটে হারিয়েছে তারা।

টসে জিতে ব্যাট করতে নেমে রৌশনাবাদের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মোহামেডান ক্লাব। প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৮ ওভারেই সব কয়টি হারিয়ে মাত্র ১১৮ রানে গুটিয়ে যায় মোহামেডান ক্লাব। দলের পক্ষে ২৯ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন রায়হান। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন আসিফ। রৌশানাবাদের ইমরান, রবিন ও নিশান প্রত্যেকে ৩ উইকেট লাভ করে।

জয়ের জন্য ১২০ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে তেমন বেগ পেতে হয়নি রৌশানবাদের ব্যাটসম্যানদের। ২৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৩ রান করে জয় নিশ্চিত করে তারা। দলের পক্ষে কপিল সর্বোচ্চ ২৪ রান করে।
বল হাতে ৩ উইকেট শিকার করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রৌশনাবাদের নিশান।

সূত্র:বাসস

আজকের বাজার/লুৎফর রহমান