জানুয়ারি জুড়ে সিনেমা হলে মুক্তি পেয়েছিল বেশ কিছু দেশি ও আমদানিকৃত ছবি। কোন ছবিই দর্শকদের মনে আগ্রহ তৈরি করতে পারেনি। ফেব্রুয়ারিতে অনেকটা আশাবাদী হয়ে উঠেছেন প্রদর্শকরা। এ মাসে মুক্তি পেতে যাচ্ছে বেশ কিছু বড় বাজেট ও বড় তারকার সিনেমা।
জাকির হোসেন রাজুর ‘ভালো থেকো’ মুক্তির কথা ছিল ২ ফেব্রুয়ারি। কিন্তু শেষ মুহূর্তে জানা গেল, এক সপ্তাহ পিছিয়ে ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে আলোচিত সিনেমাটি। পারিবারিক গল্পের সিনেমাটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, তানহা তাসনিয়া ও আসিফ ইমরোজ।
‘আমি নেতা হবো’ দিয়ে এ বছর প্রথমবারের মতো পর্দায় হাজির হচ্ছেন শাকিব খান। এ নিয়ে ভক্তকূলের উৎসাহের শেষ নেই। সিনেমাটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। আরো আছেন কাজী হায়াৎ, ওমর সানী, মৌসুমী প্রমুখ। নতুন প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার প্রথম অবদান ‘আমি নেতা হবো’ মুক্তি পাবে ১৬ ফেব্রুয়ারি।
‘আমি নেতা হবো’র পাশাপাশি একইদিন মুক্তি পাবে আরেকটি সিনেমা— ‘নূর জাহান’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমাটির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হবে পূজা চেরি। এই নবাগতকে নিয়ে ইতোমধ্যে ঢালিউডে প্রত্যাশা তৈরি হয়েছে। ‘নূর জাহান’-এ পূজার নায়ক ভারতের অদ্রিত। পরিচালনা করেছেন অভিমন্যু মুখোপাধ্যায়। ইতোমধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শনের অনুমতি দিয়েছে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি।
এছাড়া শোনা গিয়েছিল, চলতি মাসে মুক্তি পাবে গিয়াসউদ্দিন সেলিমের দ্বিতীয় সিনেমা ‘স্বপ্নজাল’। যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি সংক্রান্ত জটিলতায় পরে পিছিয়ে যায়।
আজকের বাজার : সালি / ১ ফেব্রুয়ারি ২০১৮