ফেব্রুয়ারিতে শীর্ষ ২০ ব্রোকারেজ

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে প্রথম অবস্থানে রয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। আলোচ্য মাসে লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেড।

এ সময়ে ৩য় স্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড। আর চতুর্থ স্থানে রয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, ৫ম স্থানে ইবিএল সিকিউরিটিজ রয়েছে।

এছাড়া ষষ্ঠ স্থানে সিটি ব্রোকারেজ, সপ্তম স্থানে ইউনিক্যাপ সিকিউরিটিজ, অষ্টম স্থানে রয়েছে শেলটেক ব্রোকারেজ, নবম স্থানে শান্তা সিকিউরিটিজ এবং এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস রয়েছে দশম স্থানে।

এছাড়া শীর্ষ বিশে থাকা অন্য ব্রোকারহাউজগুলো হচ্ছে- ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ইউনাইটেড ফাইন্যান্স ট্রেডিং কোম্পানি,এমটিবি সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ, রয়্যাল ক্যাপিটাল, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট, মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস এবং বিডি সানলাইফ সিকিউরিটিজ লিমিটেড।

আরএম/