ফেব্রুয়ারি নাগাদ প্রায় ৬০ শতাংশ আমেরিকান কোভিডে আক্রান্ত হয়েছিল

চলতি বছরের ফেব্রুয়ারি নাগাদ ৫৮ শতাংশ কিংবা ১৯ কোটিওর বেশি আমেরিকান কোভিডে আক্রান্ত হয়েছিল।মঙ্গলবার সেন্টারর্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশান (সিডিসি) প্রকাশিত এন্টিবডি জরিপে এ কথা বলা হয়েছে।

এ সংখ্যা সরকারি হিসেবের চেয়ে অনেক অনেক বেশি। সরকারি হিসেবে আট কোটি লোকের কোভিডে আক্রান্তের খবর বলা হয়েছিল। দেশব্যাপী পরিচালিত এই জরিপে আরো বলা হয়েছে, ১৮ বছরের নিচের মোটামুটি ৭৫ শতাংশ লোক কোভিডে আক্রান্ত হয়েছে।

২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত প্রতিমাসে প্রায় ৭৫ হাজার এবং ফেব্রুয়ারি মাসে ৪৫ হাজার রক্তের নমুনা পরীক্ষা করে এ জরিপ চালানো হয়।

টিকা নেয়ার ভিত্তিতে নয়, কোভিডে আক্রান্ত হয়েছে এমন লোকের এন্টিবডি পরীক্ষা করা হয়। যুক্তরাষ্ট্রে বর্তমানে ৫০ কিংবা তদুর্ধ লোককে টিকার চতুর্থ ডোজ এবং এর চেয়ে কম বয়সীদের টিকার তৃতীয় ডোজ দেয়া হচ্ছে।

এদিকে দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তিনি উপসর্গবিহীন বলে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান