প্রখ্যাত মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রিয়ভাষিণী মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
শোক বার্তায় রাষ্ট্রপতি তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
রাষ্ট্রপতি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে প্রিয়ভাষিণীর অবদানের কথা স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘স্বাধীনতাযুদ্ধে তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।’
রাষ্ট্রপতি প্রিয়ভাষিণীর পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি সমবেদনা জানান।