ফেরি ঘাটে আজও কর্মমুখী মানুষ চাপ রয়েছে। তবে গেল কয়েকদিনের তুলনায় তা কিছুটা কম।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, সকালে কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়া ঘাটে চারটি ফেরি ছেড়ে গেছে। এতে করে কোনো সামাজিক দূরত্ব না মেনেই কয়েকশ’ পোশাক শ্রমিক ঢাকা উদ্দেশে রওনা হয়েছেন।
এছাড়া পাটুয়ারিয়া-দৌলতদিয়া ঘাট দিয়েও কর্মস্থলে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকেরা।
এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রী নিয়ে ঢাকায় আসার পথে ১৮টি যানবাহনকে ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।