আশ্রয় শিবিরে আশ্রয়গ্রহণকারী অনথিভুক্ত অভিবাসী শিশুদের সাথে পুনরায় দেখা করবেন ফাষ্ট লেডি মেলেনিয়াম ট্রাম্প। অভিবাসন নীতির বিষয়ে আইন প্রণেতাদের সম্পৃক্ত হবার পর এটাই হবে মেলেনিয়ার দ্বিতীয় সাক্ষাৎ। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট ট্রাম্প ইতোপূর্বে অভিবাসী শিশুদেরকে পরিবার থেকে আলাদা করার সিদ্বান্ত পরিবর্তন করেছেন।
এর আগে শিশুদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে একটি নির্দিষ্ট আশ্রয় শিবিরে রাখা হতো এবং শিশুদেরকে শীতের পোশাক সরবরাহ করা হতো। শিশুরা সব সময় পরিবারের কাছে যাবার জন্য কান্না-কাটি করতো।
তবে পরিবার থেকে বিচ্ছিন্ন প্রায় ২ হাজার ৩শ’ শিশুকে প্রশাসন কিভাবে পুনরায় পরিবারের সাথে একত্রিকরণ করবে সেটি এখন দেখার বিষয়।
মেলেনিয়া গত বৃহস্পতিবার আকস্মিকভাবে যুক্তরাষ্ট্র-মেক্সিক্যান সীমান্তে থেকে আটক শিশুদের দেখতে আশ্রয় শিবিরে যান। সেখানে তিনি তার পছন্দের পোশাক শিশুদের মাঝে বিতরণ করেন।
কত দ্রুত সময়ে শিশুদেরকে তাদের পরিবারের কাছে পুনরায় পৌঁছাতে পারবেন সে জন্য তিনি দাতা সংস্থার কাছে সহযোগিতা চেয়েছেন।
ফাস্ট লেডির মুখপাত্র স্টেফিন গ্রিসাম বলেন, চলতি সপ্তাহে মেলেনিয়া ২য় বার আশ্রয় শিবির সফর করবেন, তবে কবে যাবেন তা সঠিকভাবে বলা হয়নি।
আরজেড/