ফের ‘অসুস্থতা’ অনুভব করায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদকে মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরশাদের প্রেস সচিব সুনিল শুভ রায় জানান, জাতীয় পার্টির চেয়ারম্যানকে আজ সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।
এরশাদের হাঁটুতে তীব্র ব্যথাসহ শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন বলেও জানান প্রেস সচিব সুনিল।
সুনিল শুভ রায় বরেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য আমাদের চেয়ারম্যানকে সিঙ্গাপুরে নেয়া প্রয়োজন। কিন্তু আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে তিনি যেতে পারছেন না। তাই তাকে সিএমএইচ-এ ভর্তি করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ