ইসরাইলি বাহিনীর হামলায় ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।এছাড়া আরও ৭ শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার জুমার নামাজের পর টানা চতুর্থ সপ্তাহে 'দ্য গ্রেট মার্চ অব রিটার্ন' আন্দোলনের অংশ হিসেবে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেন কয়েক হাজার ফিলিস্তিনি।
এসময় ইসরাইলি সেনাবাহিনী শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে, বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ দিনও বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় ইসরাইলি সেনারা।
গত ৩০ শে মার্চ থেকে শুরু হওয়া ফিলিস্তিনের ভূমি দিবসের আন্দোলনে এ পর্যন্ত ৩৬ জন নিহত ও চার হাজারের বেশি ফিলিস্তিনের আহত হওয়ার খবর জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
আজকের বাজার/আরজেড