সর্বশেষ ২০১৪ সালে একসাথে কাজ করেছিলেন বলিউড অভিনেতা হৃতিক রোশন ও ক্যাটরিনা কাইফ। ছবিটির নাম ছিল ‘ব্যাঙ ব্যাঙ’। বক্স অফিসের হিসেবে ছবিটি ৩৬৫ কোটি রুপি আয় করেছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, ব্যাঙ ব্যাঙ ছবির দ্বিতীয় সিকুয়েলেও এই জুটিকে দেখা যাবে।
এ প্রসঙ্গে পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেন, ছবিটির নাম নিবন্ধন নিয়ে বেশ ছোটাছুটি চলছে। তবে কে বা কারা এই ছবিতে অভিনয় করবেন সেটা পরে জানানো হবে। আপাতত এটুকুই বলবো আগামিবছর নাগাদ ছবিটির কাজ শুরু হবে।
জানা গেছে, ছবিটির নাম হবে ব্যাঙ ব্যাঙ রিলোডেড। এই ছবিতে বরাবরের মতো দেখা যাবে হৃতিক ও ক্যাটরিনা কাইফকে। কিন্তু একান্ত কারণে যদি দুই তারকা সিডিউল মেলাতে ব্যর্থ হন তবে অন্য কাউকে নিতে পারেন প্রযোজক।
তবে বিশেষ কোনো সমস্যা না হলে দর্শকরা আবারো বড় পর্দায় হৃতিক রোশন ও ক্যাটরিনা কাইফের রোমাঞ্চ দেখতে পাবেন।
এস/