ফের ক্ষমতায় এলে নৌবাহিনীকে আরও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৫ নভেম্বর) রাজধানীর খিলক্ষেত নৌবাহিনী ঘাঁটি ‘শেখ মুজিব’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বাংলাদেশকে একটি উন্নত ও স্বাধীন দেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। তাই তিনি একটি প্রতিরক্ষা নীতিমালাও তৈরি করে দিয়েছিলেন। আবার ক্ষমতায় এলে নৌবাহিনীকে আরো আধুনিকভাবে গড়ে তুলবো আমরা।
শেখ হাসিনা বলেন, যারা দেশের অতন্দ্র প্রহরী তাদের পরিবারের সবাই যেন ভালোভাবে বসবাস করতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার।
আজকের বাজার/এমএইচ