ফের তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

আবারও তুরস্কের জনগণ শাসক হিসেবে রিসেপ তাইয়েপ এরদোয়ানকেই গ্রহণ করলেন।

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনে ৫৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন দেশটির ক্ষমতাসীন রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান।

নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিএইচপি দলের প্রার্থী মুহাররেম ইনজে পেয়েছেন ৩১ শতাংশ ভোট।

এদিকে, একই দিনে হওয়া সংসদ নির্বাচনেও এরদোয়ানের দল একে পার্টি’র জোট পিপলস অ্যালায়েন্স এগিয়ে আছে বলেও দাবি করেছেন তিনি। যদিও চূড়ান্ত ফল ঘোষণা করা হবে আগামী শুক্রবার।

এদিকে এরদোয়ান বিরোধীরা এখনো পরাজয় মেনে নিতে নারাজ। আনুষ্ঠানিক ফলাফলের জন অপেক্ষা করবেন বলে জানিয়েছেন তারা। দেশটির ৬০০ আসনে পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠতা পেতে হলে ক্ষমতাসীন একেপি পার্টির জোটকে ৩০০টির বেশি আসনে জয়ী হতে হবে।

আরজেড/