পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলাতেও দোষী সাব্যস্ত হয়েছেন ভারতের বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব।
সোমবার ঝাড়খণ্ডের রাঁচির সিবিআই আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
১৯৯৫ সালের ডিসেম্বর ও ১৯৯৬ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে দুমকা ট্রেজারি থেকে প্রায় সোয়া তিন কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে লালু প্রসাদের বিরুদ্ধে। তবে এ মামলা থেকে সাবেক আরেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে অব্যাহতি দেয়া হয়েছে।
তিনদিন আগে জেলখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে লালু প্রসাদকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতাল থেকেই সরাসরি আজ আদালতে যান তিনি।
এর আগে গত ২৪শে জানুয়ারি পশুখাদ্য কেলেঙ্কারির তৃতীয় মামলায় তাকে পাঁচ বছরের সাজা দেয়া হয়।
আজকের বাজার/আরজেড