যুক্তরাষ্ট্রে ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে আবারো নকল করার অভিযোগ উঠেছে।শিশুদের নিরাপত্তা বিষয়ে মেলিনিয়া যে বুকলেট প্রকাশ করেছেন তা ওবামার শাসনামলের প্রকাশ করা বুকলেটের সাথে হুবহু মিল আছে বলে মনে করা হচ্ছে।
তাঁর প্রকাশ করা বুকলেটটির নাম “টকিং উইথ কিডস এবাউট বিয়িং অনলাইন”।দুটি বুকলেটের আকারে শুধু নয়, লেখাতেও অনেক মিল। এই দুটি বুকলেটের মিল নিয়ে টুইটারে অনেকেই প্রশ্ন তুলেছেন।
দ্য রুড পান্ডিত নামে একজন লিখেছেন, ‘মজার তথ্য: হোয়াইট হাউজ ‘টকিং উইথ কিডস এবাউট বিয়িং অনলাইন’ নামে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ‘ফেডারেল ট্রেড কমিশনের’ বুকলেট নিয়ে ঢাক পেটাচ্ছে। আসলে বুকলেটটির ভূমিকাটি ছাড়া আর পুরোটাই ওবামা আমলে এফটিসি’র প্রকাশ করা বুকলেটের হুবহু নকল।”
মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে নকলের অভিযোগ নিয়ে এ ধরনের বিতর্ক আগেও হয়েছে। দু’বছর আগে রিপাব্লিকান পার্টির সম্মেলনে তিনি দৃঢ় পারিবারিক মূল্যবোধ সম্পর্কে একটি বক্তৃতা দেন। সেই বক্তৃতাও ছিল সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার দেয়া একটি বক্তৃতার প্রায় হুবহু নকল। বিবিসি।
আরজেড/